ABOUT OUR SCHOOL
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কাল: | 01-01-1977 খ্রি. |
পাঠদানের অনুমতি কাল: | 01-01-1979 খ্রি. |
পাঠদানের স্বীকৃতি: | 01-01-1979 খ্রি. |
প্রথমএমপিও ভূক্তি: | 01-05-1985 খ্র্রি. |
ইআইআইএন নং: | 1 2 9 0 8 4 |
এর পিতার নামানুসারে “চৌধুরী মোহাম্মদ আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়” নামকরণ করা হয়। যা সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় নামে সমধিক পরিচিত লাভ করে। পরবর্তীতে চৌধুরী মোহাম্মদ সেলিম, জমিদার পাড়া, ঠাকুরগাঁও সি. এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে ১.৫ শতক জমি রেজিস্ট্রি করে দেন এবং তিনি চিরস্থায়ী দাতা হন। তিনি ম্যানেজিং কমিটিতে চিরস্থায়ী দাতা সদস্য হিসেবে ছিলেন। চিরস্থায়ী দাতা হওয়ার পর থেকে তিনি বিদ্যালয়েল উন্নয়নের জন্য অেনেক অবদান রেখেছেন এবং তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তিনি ২০০৯ খ্রি. মৃত্যুবরণ করেন। করে।
নারী শিক্ষার বিস্তারে অগ্রণী ভূমিকা পালনকারী বিদ্যালয়টি ঠাকুরগাঁও জেলা সদরে জমিদার পাড়ায় অবস্থিত।
চারিদিকে প্রাচীর পরিবেষ্টিত প্রাকৃতিক মনোরম পরিবেশ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান- বিজ্ঞান চর্চায় উপযুক্ত
আবহ তৈরীতে ভুমিকা রাখছে। ছাত্রীদের খেলাধুলা ও শরীর চর্চার জন্য রয়েছে প্রশস্থ খেলার মাঠ। প্রতিবছর
পাবলিক পরীক্ষার ফলাফলে অত্র বিদ্যালয় ভালো অর্জন করে। এছাড়া সহ:শিক্ষা কার্যক্রমে জেলার মধ্যে
চৌধুরী মোহাম্মদ আইয়ুব বালিকা বিদ্যালয়ের সুনাম রয়েছে।
Why Students Choose Us
Digital Attendance
আগামীর স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়- এই স্লোগানকে লালন করে আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক স্মার্ট হাজিরা সিস্টেম চালু করেছি। এর ফলে সম্মাণিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা/কর্মচারীগণ এবং কোমলমতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রবেশ কালে এবং ছুটির সময় ডিজিটাল কার্ড দ্বারা হাজিরা প্রদান করে প্রতিষ্ঠানে দৈনন্দিন উপস্থিতি নিশ্চিত করতে পারছে। এর ফলে একদিকে শ্রেণিকক্ষে সময় সাশ্রয় হচ্ছে আবার অন্যদিকে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে।
CCTV Monitoring
সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বদ্ধ পরিকর। প্রতিষ্ঠানে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ও বহিরাগতদের অনুপ্রবেশ রোধে রয়েছে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। এছাড়া প্রতিষ্ঠানটির সকল শ্রেণি কার্যক্রম সিসিটিভ দ্বারা মনিটরিং করা হয়। ফলে শিক্ষার্থীদের মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলে তৎপর থাকেন। দূর্বল শিক্ষার্থীদের প্রতি শিক্ষকবৃন্দের বিশেষ দৃষ্টি থাকে। শিক্ষার্থীরা অহেতুক এদিক সেদিক ঘোরাঘুরি থেকে বিরত থেকে পাঠ্যক্রমে মনোযোগী হয়।
EMS Software
স্মার্ট বাংলাদেশের অংশ হিসাবে প্রতিষ্ঠানটি অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার ব্যবহার করছে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগনের সাথে অদৃশ্য বন্ধন আরো দৃঢ় হচ্ছে। অভিভাবকবৃন্দ ঘরে অথবা কর্মস্থলে থেকে লগইন করে জানতে পারছেন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। যেমন: পরীক্ষার রুটিন, পরীক্ষার ফলাফল, দৈনন্দিন হাজিরার তথ্য, অভিাবক সমাবেশ বা কোন গুরুত্বপূর্ণ নোটিশ। এমনকি চাইলে শিক্ষার্থীদের বেতনাদিও পরিশোধ করতে পারছেন অনলাইনে।
SMS Communications
অনলাইনের ভিত্তিক সেবা কার্যক্রমে প্রবেশ করেছে সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়। ফলে খুব সঙ্গত কারণেই সম্মাণিত অভিভাবকবৃন্দ যে যে কোন স্মার্ট ডিভাইস থেকেই শিক্ষার্থীদের ভর্তি, শ্রেণিকক্ষে দৈনন্দিন উপস্থিতি, পরীক্ষার ফলাফল, বেতনাদি পরিশোধ প্রভৃতি তথ্য ঘরে বসেই মনিটিরিং করার সুযোগ পাচ্ছেন। একই সাথে প্রতিটি কার্যক্রম সম্পাদনের সাথে সাথে পাচ্ছেন এসএমএস নোটিফিকেশন। এছাড়া বিশেষ কারণে প্রতিষ্ঠানে যোগাযোগ করার প্রয়োজন হলে বা গুরুত্বপূর্ণ নোটিশ সমূহ এসএমএসের মাধমে জানার সুযোগ রয়েছে।
Our Photo Gallery
Some of our Happy Memories
Find us in Google
Thankyou for visit our website